Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫,

নাগরপুরে শিক্ষা উপকরণ বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১, ২০২৫, ০৫:৫১ পিএম


নাগরপুরে শিক্ষা উপকরণ বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এবং সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মো. শাহিন মিয়া, সম্মানিত উপদেষ্টা মিজানুর রহমান শাহীন, সংস্থার অন্যান্য সদস্য, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

ইএইচ

Link copied!