টাঙ্গাইল প্রতিনিধি
মার্চ ১, ২০২৫, ০৬:২০ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
মার্চ ১, ২০২৫, ০৬:২০ পিএম
বাজার পরিস্থিতি নিয়ে মানুষের কষ্ট রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য আমরা নানা পদক্ষেপ নিচ্ছি, এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার বিকালে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।
বলেন, "বর্তমানে বাজারের চাহিদা পুরোপুরি পূরণ করা সম্ভব নয়, তবে রমজান মাসে যেসব পণ্যের চাহিদা বেশি, যেমন ডিম, দুধ, মাংস, সেগুলো আমরা কম দামে বিক্রি করতে পারলে ব্যবসায়ীদের একটি বার্তা পৌঁছাবে।"
শিক্ষার্থীদের নতুন সংগঠনের বিষয়ে তিনি বলেন, "যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের অবদান আমরা স্বীকার করতেই হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করেছেন। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, নতুন চিন্তা এবং ধারণা আসছে। তাদের যদি কোন ভুলভ্রান্তি থাকে, সেটা সময়মতো দেখা যাবে। এই দল তৈরি করা ভুল কিছু নয়, এটি আগামী নির্বাচনের আগে নতুন মাত্রা যোগ করবে।"
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্যাহ আল মামুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় গরুর মাংস ৬৫০ টাকা, মুরগির মাংস ২৫০ টাকা, ডিম ১১৪ টাকা ডজন এবং দুধ ৮০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।
ইএইচ