Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫,

ভূরুঙ্গামারীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ১, ২০২৫, ০৭:১৩ পিএম


ভূরুঙ্গামারীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ভূরুঙ্গামারী হাটে এ মনিটরিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

জানা গেছে, বাজারে বোতলজাত ভোজ্য তেল, খেজুর ও তরল দুধের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে মনিটরিং চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বাজারে গিয়ে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ব্যবস্থা নেন।

মনিটরিংয়ের সময় কয়েকজন ক্রেতা বোতলজাত ভোজ্য তেলের দাম বেশি নেওয়ার অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে দোকানদারকে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দিতে বলেন। তিনি ব্যবসায়ীদের ভোজ্য তেলের বোতলের গায়ে উল্লেখিত দামেই বিক্রি করতে নির্দেশ দেন। এছাড়া তিনি ফল ব্যবসায়ীদের কাছ থেকে খেজুরের ক্রয় চালান দেখতে চান এবং তরল দুধ বিক্রেতাদের সঙ্গে কথা বলে দুধের দাম বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

বোতলজাত ভোজ্য তেল ক্রেতা আহসান হাবিব বলেন, "আমি সয়াবিন তেলের দুই লিটারের একটি বোতল কিনেছিলাম। দোকানদার ৩৮০ টাকা নিয়েছিল। ইউএনওকে অভিযোগ করলে তিনি দোকানদারকে তেলের বোতলের গায়ে থাকা দামে তেল বিক্রি করতে বলেন, এরপর দোকানদার অতিরিক্ত টাকা ফেরত দিয়েছেন।"

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, "পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। আগামীতেও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।"

বাজার মনিটরিংয়ের সময় ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!