Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

ফেনীতে ১৩ লাখ ভোটারের অর্ধেক তরুণ

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মার্চ ২, ২০২৫, ০৫:০০ পিএম


ফেনীতে ১৩ লাখ ভোটারের অর্ধেক তরুণ

ফেনীতে ১২ লাখ ৯৬ হাজার ৭৯৭ জন ভোটারের মধ্যে ১৮ থেকে ৩৭ বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ২৬৮ জন। যা জেলার মোট ভোটারের প্রায় অর্ধেক। চলতি হালনাগাদ কার্যক্রম শেষে তরুণ ভোটারদের সংখ্যা আরও বাড়তে পারে। তরুণ এ ভোটাররা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

আজ রোববার জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন অফিস।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে, জেলায় ১৮ থেকে ২১ বছর বয়সী ভোটারের সংখ্যা ৭৩ হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৪৩ হাজার ৫৮৭ জন, মহিলার সংখ্যা ২৯ হাজার ৭১৯ জন। ২২ থেকে ২৫ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৭০ হাজার ৬৩৬ জন, মহিলার সংখ্যা ৫১ হাজার ৭৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ২৬ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৬৮ জন।

এ র মধ্যে পুরুষের সংখ্যা ৬৩ হাজার ৭২৬ জন, মহিলার সংখ্যা ৫৮ হাজার ৪৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। ৩০ থেকে ৩৩ বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৬৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৬ হাজার ৫১৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ৫৭ হাজার ১১৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

৩৪ থেকে ৩৭ বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৭৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৫৯ জন। মহিলা ভোটারের সংখ্যা ৮০ হাজার ৭১৩ জন।

সূত্র আরও জানায়, চলমান হালনাগাদ কার্যক্রম শেষে জেলায় তরুণ ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, জেলায় তরুণ ভোটারের সংখ্যা বেশি। ইতোমধ্যে ৩ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ ও বায়োমেট্রিক নেয়া শেষ হয়েছে। হালনাগাদ কার্যক্রম শেষ হলে এ তরুণ ভোটারদের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা জেলাব্যাপী নতুন ভোটারদের ভোটার হওয়ার আগ্রহ অনেক বেশি। ভোটার হওয়া চলমান প্রক্রিয়া। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এ কার্যক্রম চলবে। তখনকার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

বিআরইউ
 

Link copied!