Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫,

দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফ’র, বিজিবির বাধা

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট

মার্চ ২, ২০২৫, ০৭:৪৭ পিএম


দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফ’র, বিজিবির বাধা

সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করেছে। বিজিবির বাধার মুখে নির্মাণকাজ বন্ধ রাখে বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে দহগ্রাম কলোনিপাড়া সীমান্তে ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখার মাত্র ৩-৫ গজ দূরত্বে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসানো হয়। খবর পেয়ে ১ মার্চ সকালে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানালে বিকেল সাড়ে ৪টায় শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ও বিএসএফের পক্ষে বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিং ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে দুই পক্ষ সীমান্ত আইন মেনে চলার বিষয়ে আলোচনা করে।

আরএস

Link copied!