Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মার্চ ৩, ২০২৫, ০২:১৮ পিএম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আল তৌফিক লিখনকে আহ্বায়ক এবং রাইয়ান বিন কামালকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ঝালকাঠি জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল। তারা আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে খালেদ সাইফুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ইয়াসিন ফেরদৌস ইফতি, মুখ্য সংগঠক হিসেবে শাহরিয়ার দিপু, এবং মুখপাত্র হিসেবে সাকিবুল ইসলাম রায়হানকে মনোনীত করা হয়েছে।

এছাড়া কমিটিতে ৪৫ জন যুগ্ম আহ্বায়ক, ৪৩ জন যুগ্ম সদস্য সচিব, ৫৩ জন সংগঠক, ৪৩ জনসহ মুখপাত্র এবং ৩৯৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইএইচ

Link copied!