Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫,

কালিয়াকৈরে বিনামূল্যে ঘাস কাটার মেশিন বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৫, ০২:৪৪ পিএম


কালিয়াকৈরে বিনামূল্যে ঘাস কাটার মেশিন বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৃষি খামারীদের মাঝে ১৩টি ঘাস কাটার মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. মামুনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম অভি প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়নে ঘাস কাটার মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি গবাদিপশুর খাদ্য সংগ্রহের প্রক্রিয়াকে সহজ করবে, যা কৃষকদের জন্য বিশেষভাবে উপকারী হবে।

ইএইচ

Link copied!