মোরেলগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩, ২০২৫, ০৩:২৮ পিএম
মোরেলগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩, ২০২৫, ০৩:২৮ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পের কাজের তথ্য প্রেরণ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সোমবার বেলা ১১টায় এ গণশুনানি সভা অনুষ্ঠিত হয়।
খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল বিরুনী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার এবং স্থানীয় বিএনপি নেতা মো. সেলিম মিয়া।
এছাড়া, সভায় আলোচনা করেন ইউনিয়ন পরিষদ সদস্য বিটুল বিশ্বাস, বিএনপি নেতা মো. লোকমান বয়াতী, ছাত্রদল নেতা মো. আবু সালেহ, কৃষক সমির কুমার হালদার এবং সরোয়ার হোসেন বয়াতী।
ইএইচ