বাঁশখালী প্রতিনিধি
মার্চ ৩, ২০২৫, ০৪:১৪ পিএম
বাঁশখালী প্রতিনিধি
মার্চ ৩, ২০২৫, ০৪:১৪ পিএম
বাঁশখালীতে অটোরিকশা চালক জাহিদুল ইসলাম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
সোমবার দুপুরে শত শত রিকশা চালক শ্রমিক উপজেলা সদরে বিক্ষোভ করে।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম ও থানার ওসি সাইফুল ইসলামের বরাবর স্মারকলিপি দেন।
বাঁশখালী উপজেলা অটোরিকশা চালক শ্রমিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন—অটোরিকশা শ্রমিক এসোসিয়েশনের উপদেষ্টা সভাপতি আলহাজ্ব আমির হোসেন কোম্পানি, শ্রমিক নেতা মোহাম্মদ শফিক, হাবিবুর রহমান, আবদুল মান্নান, ক্যাশিয়ার হোছন আহমদ, বিকাশ বড়ুয়া, উপদেষ্টা আবদুর রশিদ, আবদুল মজিদ, নুরুল কবির, জাফর আহমদ, নিহতের মা সাদেকা বেগম ও নিহতের চাচা আবদুল হাকিম প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে রিকশা চালক জাহিদুল ইসলামের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়। পাশাপাশি, জড়িত অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানানো হয়।
ইএইচ