Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় আটক ৬, মাইক্রোসহ মালামাল জব্দ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৫, ০৫:১১ পিএম


পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় আটক ৬, মাইক্রোসহ মালামাল জব্দ

নওগাঁর পত্নীতলায় বিআরটিসি বাসে গত ২২ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ অভিযান অব্যাহত রাখে। উক্ত অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের মোট ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

পত্নীতলা থানার ওসি শাহ্ মো. এনায়েতুর রহমান জানান, ‍‍`উক্ত অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম গত রোববার নওগাঁসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের মাধ্যমে জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া জেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজনকে জয়পুরহাটের কালাই থেকে, দুইজনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এবং একজনকে বগুড়ার কাহালু থেকে গ্রেফতার করা হয়েছে।‍‍`

গ্রেফতারকৃতরা হলেন- (১) মো. শামীম ইসলাম সব্দুল (২৭), পিতা-মুজিবুর রহমান, গ্রাম- আওড়া পশ্চিমপাড়া, (২) শ্রী রঞ্জিত চন্দ্র বর্মন (৩০), পিতা-অরুণ চন্দ্র বর্মন, গ্রাম হাতিয়ার, (৩) মো. আব্দুল লতিফ ওরফে নাঈম (২৭), পিতা মো. লুৎফর রহমান, গ্রাম-ঝমুটপুর, সর্ব থানা-কালাই, জেলা-জয়পুরহাট, (৪) মো. শাহারুল ইসলাম (৩৭), পিতা-মনসুর ব্যাপারী এবং ৫। মো. শহিদুল ইসলাম (৪০), পিতা মো. মফিজ উদ্দিন, উভয় সাং-পুরন্দর, গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা এবং ৬। মো. শাহাদাত হোসেন (৪০), পিতা মো. খোরশেদ আলী, গ্রাম-সিন্ধুরাইল, থানা-কাহালু, বগুড়া। তাদের মধ্যে শহিদুল এর বিরুদ্ধে ছয়টি, শাহরুলের বিরুদ্ধে দুইটি, শামীমের বিরুদ্ধে দুইটি এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতির মামলা রয়েছে।

ওসি আরও বলেন, পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একজোড়া কানের দুল ও কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত করাত, কয়েকটি হাসুয়া, একটি প্লাস এবং একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, পত্নীতলায় বাস ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসটি ডাকাতির ক্ষেত্রেও ব্যবহার করে। জিজ্ঞাসাবাদে ডাকাত দল বিআরটিসি বাসে ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

আরএস

Link copied!