Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

কুড়িগ্রামে বাজার মনিটরিং প্রস্তুতিমূলক সভা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মার্চ ৩, ২০২৫, ০৫:২১ পিএম


কুড়িগ্রামে বাজার মনিটরিং প্রস্তুতিমূলক সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে বাজার মনিটরিং নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মো. নাসির উদ্দীন, সেনা ক্যাম্প কুড়িগ্রাম এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাইমেনুল রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জামাতের  কুড়িগ্রাম জেলা শাখার আমীর আব্দুল মতিন ফারুকী,চেম্বার অ্যান্ড কমার্স এর সভাপতি আব্দুল আজিজসহ জেলার অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, বাজারে কোনো ধরনের কারচুপি, অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগ প্রমাণিত হলে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা ছাড়াও কারাদণ্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো মূল্যে বাজার স্থিতিশীল রাখা হবে।

তিনি আরও জানান, তিন মাস আগে থেকে বাজার মনিটরিং কমিটি গঠন  করা হয়েছে যারা জেলার সর্বত্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং হচ্ছে। কোথাও অসংগতি দেখা দিলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

আলোচনা শেষে সভায় রমজান উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম কুদরত-এ-খুদাকে সভাপতি করে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বাজার কমিটির প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট আলাদা একটি বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়।
এ সময় বাজার নিয়ন্ত্রণ রাখতে উপস্থিত সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

আরএস
 

Link copied!