Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

রাজারহাটে কুখ্যাত মাদক কারবারি নিজাম উদ্দিন ডাকাত গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৫, ০৫:৩৭ পিএম


রাজারহাটে কুখ্যাত মাদক কারবারি নিজাম উদ্দিন ডাকাত গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর সোর্স সন্দেহে ইউপি সদস্য মাইদুল ইসলাম ও তার স্ত্রী জবা বেগমকে আক্রমণকারি কুখ্যাত মাদক কারবারি একাধিক মামলার আসামি নিজাম উদ্দিন ডাকাত গ্রেফতার হয়েছে।

সোমবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজারহাট থানা পুলিশ নিজাম উদ্দিনকে গ্রেফতার করে আইন প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিজাম উদ্দিন নাজিমখান ইউনিয়নের বারো সুদাই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নুর উদ্দিনের ছেলে।

নাজিমখান ইউনিয়ন পরিষদ  সদস্য মাইদুল ইসলাম বলেন, বিকেলে তার বড়ো ভাই ও সাড়ে তিন বছরের ভাতিজাকে সঙ্গে নিয়ে ইফতার সামগ্রী কেনার উদ্দেশ্যে বাজারের দিকে রওয়ানা দেন।তারা মাদক কারবারি নিজামুদ্দিনের বাড়ির কাছাকাছি পৌঁছলে নিজামুদ্দিন ও তার দলবল ইউপি সদস্য মাইদুল ইসলামের পথরোধ করে রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে।মারধরের খবর শুনে তার স্ত্রী ছুটে এলে তাকেও কুপিয়ে জখম করে। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।স্থানীয়রা জানান শনিবার দিবাগত রাতে নাজিমখান ইউনিয়নে সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে দুজনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করে। ঐদিন রাতে কুখ্যাত মাদক কারবারি নিজাম উদ্দিন অভিযানের তথ্য পেয়ে সটকে পড়ে। পরদিন দুপুরে সেনাবাহিনীর অভিযানের জেরে আক্রমণ চালায় ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ীতে।

এলাকাবাসীরা জানান দীর্ঘদিন ধরে নিজাম উদ্দিন ডাকাত,ডাকাতি,চুরি,মাদক ব্যবসায় জড়িত। কেউ তাহার বিরুদ্ধে অভিযোগ করলে উল্টো পেতে হয়েছে হুমকি ও নির্যাতনের শিকার।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন বলেন, অভিযোগ রুজু হয়েছে, সোমবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

আরএস   

Link copied!