Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

ময়মনসিংহে ইউএনওর সুলভ মূল্যের বাজার সাধারণ মানুষের স্বস্তি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মার্চ ৩, ২০২৫, ০৮:১৩ পিএম


ময়মনসিংহে ইউএনওর সুলভ মূল্যের বাজার সাধারণ মানুষের স্বস্তি

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে হাটবাজার চালু করা  হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে  রমজানের প্রথমদিন থেকে ২৫ টি সুলভ মূল্যে দোকান বসানো হয়। বাজার দর হতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা দোকানে ভিড় জমাচ্ছেন। 

স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো এই হাটে বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। এই হাটে প্রতি দিন শত শত মানুষ ভিড় করছেন।  

সরেজমিন সুলভ মূল্যের বাজার ঘুরে দেখা যায়, ৪৫ টাকা মূল্যের শসা ৩৫ টাকা, ৪৫ টাকার ডিম ৩৫ টাকায়, ৩৫০ টাকার কমলা ৩২০ টাকায়, ২৫০ টাকার খেজুর ২২০ টাকায়, ১১০ টাকার ছোলা ৯৮ টাকায়, ১৩০ টাকার চিনি ১২৫ টাকায়, ৫০ টাকার লেবু ৩০ টাকায়, প্রতি পিস আনারস ৩০ টাকার স্থলে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

সুলভ মূল্যের বাজারের পণ্য কিনতে আসা ক্রেতা এমদাদুল্লাহ জানান, বাজারে দ্রব্য মূল্যের যে উর্দ্ধগতি বিরাজ করছে সেই মুহূর্তে এই সুলভ মূল্যের বাজারটি নিম্ন আয়ের মানুষ সহ সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ভালো লেগেছে। তবে বাজারে তেল ও গোশত বিক্রির ব্যবস্থা করলে আরো ভালো হত।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, দোকানে রোজা উপলক্ষ্যে মাংস শাকসবজি বিক্রয় করার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানাতে প্রাণিসম্পদ ও কৃষি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। কোনো ধরনের মুনাফা না করে, শুধু কেনা দামে পণ্য বিক্রি করা হবে এই হাটে। বাজারে বিক্রেতাদের কোনো খাজনা দিতে হবে না।  ২য়  রমজান থেকে  মাস জুড়ে  নিম্ন আয়ের মানুষ সহ সকলের জন্য এই বাজার উন্মুক্ত থাকবে।

আরএস

Link copied!