Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

চিলমারীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৫, ০৮:৩৫ পিএম


চিলমারীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলাকারী আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। গতকাল সোমবার (৩ মার্চ) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে। 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রানীগঞ্জ ইউনিয়নের মুনায়েম হোসেন সরদার (৫৫), (সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ও  বর্তমান প্যানেল চেয়ারম্যান ১নং রানীগঞ্জ ইউনিয়ন এবং ০৪নং ওয়ার্ড সদস্য। তিনি রানীগঞ্জ সরদার পাড়া গ্রামের মৃত কেতাব উদ্দীন সরদারের ছেলে। একেএম রায়হানুল ইসলাম বিজু (৫০) (সাবেক সক্রিয় কার্যকরি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও ১নং রানীগঞ্জ ইউনিয়ন, বর্তমান ৮নং ওয়ার্ড সদস্য। তিনি রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল দক্ষিণ ওয়ারী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে। অপর ব্যক্তি মো. হাফিজুর রহমান (৩৭) বর্তমান প্যানেল চেয়ারম্যান ৩নং থানাহাট ইউনিয়ন পরিষদ ও ৬নং ওয়ার্ড সদস্য। তিনি মজিদের পাড় গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে। 

পুলিশ জানিয়েছেন, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ যোগানদাতাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে। 

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরএস


 

 

Link copied!