Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

বোরহানউদ্দিনে মাদক কারবারিদের হামলায় এএসআই আহত

এইচ.এম. এরশাদ, বোরহানউদ্দিন (ভোলা)

এইচ.এম. এরশাদ, বোরহানউদ্দিন (ভোলা)

মার্চ ৪, ২০২৫, ১০:৪৫ পিএম


বোরহানউদ্দিনে মাদক কারবারিদের হামলায় এএসআই আহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালীরহাট বাজার সংলগ্ন এলাকায় আবাসন প্রকল্পের পাশে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন বোরহানউদ্দিন থানার এএসআই কামরুল।

স্থানীয় মাদক কারবারি আকবারসহ প্রায় ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের ওপর এ হামলা চালায়।

মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের ডিলার আকবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মাদকসহ আকবারকে আটক করলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে এএসআই কামরুলকে গুরুতর জখম করে। এরপর আকবার ও আল আমিনের নেতৃত্বে একটি মাদকচক্র পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায়।

গুরুতর আহত এএসআই কামরুলকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কাচিয়া ইউনিয়নে মাদকের বিস্তার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কালীরহাট বাজার এলাকায় মাদক কারবারি ও জিন প্রতারক চক্রের প্রধান আল আমিন ও আকবারের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশকে পিটিয়ে জখম করে হাতকড়া নিয়ে পালিয়ে যায় পুরো মাদকচক্র।

স্থানীয় সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে প্রশাসনের চিরুনি অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের পরিবারকেও আইনের আওতায় আনা হবে।

ইএইচ

Link copied!