Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

চার বছর চেষ্টার পর আকাশে উড়লো জুলহাসের বিমান

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

মার্চ ৪, ২০২৫, ০৭:২৪ পিএম


চার বছর চেষ্টার পর আকাশে উড়লো জুলহাসের বিমান

ইচ্ছা থাকলে উপায় হয় কথাটি সত্যি প্রমাণিত করে দেখালো মানিকগঞ্জের শিবালয় উপজেলার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। দীর্ঘ চার বছর চেষ্টার পর অবশেষে বিমান তৈরিতে সফলতা পেয়েছেন। বিমান উড্ডয়নের কোন জ্ঞান না থাকলেও নিজের তৈরি বিমানে আকাশে উড়েছেন। ইচ্ছা পূরণের সঙ্গে পূরণ হয়েছে তার দীর্ঘ দিনে পরিশ্রম।

তরুণ উদ্ভাবক জুলহাসের তৈরি বিমানটি দেখতে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে নানা বয়সী হাজারো মানুষ ভিড় করেন। জেলা প্রশাসক ড. মানোয়ার মোল্লার উপস্থিতি আজ মঙ্গলবার(৪ মার্চ) দুপুরের দিকে যমুনার চরে জুলহাস তার তৈরি বিমান আকাশে উড্ডয়ন করেন। এসময় তিন দফায় প্রায় তিন মিনিটের মত সময় আকাশে উড়েছেন তিনি।

জুলহাস মোল্লার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারনে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় পরিবারসহ বসবাস করেন। ছয় ভাই ও এক বোনের মধ্যে জুলহাস পঞ্চম। দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকায় বি কে এস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করার পরে আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি পরিবারের আর্থিক দৈন্যতার কারণে। ২৮ বছর বয়সী তুরুণ জুলহাস বর্তমানে চুক্তিভিত্তিকভাবে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।

জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, ‘ছোটবেলা থেকেই জুলহাস প্লাস্টিকের জিনিসপত্র কাটাকাটি করে কিছু বানানোর চেষ্টা করতো। ওর চেষ্টা আজকে সফল হয়েছে। গত চার বছর ধরে চেষ্টা করছে বিমান আকাশে উড়াতে। প্রতি বছরই যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে। এবার সফল হয়েছে।  জুলহাসের গবেষণা করার ইচ্ছে আছে।

তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা বলেন, ‘রিমোট কন্ট্রোল বিমান বানিয়ে আকাশে উড়ানোর পর থেকে ইচ্ছা জাগে নিজে বিমান তৈরি করে আকাশে উড়বো। এই চিন্তা থেকেই বিমান তৈরি জন্য গবেষণা শুরু করি। তিন বছর গবেষণা আর এক বছর বিমান তৈরি করতে লেগেছে। দীর্ঘ চার বছরের পরিশ্রমের পর আজকে আমি সফল হয়েছি। নিজের তৈরি করা বিমানে নিজেই পাইলট হয়ে আকাশে উড়েছি।

জুলহাস বলেন, ‘বিমানটি তৈরি করতে আমার প্রায় সাত থেকে আট লাখ টাকা খরচ হয়েছে। বিভিন্ন সময়ে বিমান তৈরির জন্য মালামাল ক্রয় করেছি। বিমানের সাত হর্সের একটি মটর পাম্প ও নিজের তৈরি করা পাখা ব্যবহার করা হয়েছে।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে।

আরএস

 

 

 

Link copied!