Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

অভয়নগরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৫, ০৮:০৫ পিএম


অভয়নগরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাঙচুর বন্ধের প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলা অভয়নগর থানার পক্ষ হতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৪ মার্চ) সকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর হাতে এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তারা বলেন রোজার মাস চলমান, এখনি সরকার ইট ভাটা বন্ধ করলে সবাই পরিবার পরিজন পথে বসতে হবে।

এ সময় ইট প্রস্তুতকারী মালিক সমিতির এসএ ব্রিকসের মালিক আলহাজ্ব শাহ জালাল হোসেন, মুন ব্রিকসের মালিক দিরাজতুল্লাহ মোল্যা, হিরক ব্রিকসের মালিক আব্দুস সালাম, রহমান ব্রিকসের মালিক আলহাজ্ব আফসার আলী মোল্লা, রুপা ব্রিকসের মালিক শেখর কুমার সাহা, সোনালি ব্রিকসের মালিক শংকর কুমার সিংহ, নিউ সোনালি ব্রিকসের মালিক শ্যামল কুমার সিংহ, মিতালী ইউ ভাটার মালিক মিলন হোসেন, ফজলু ব্রিকসের মালিক ফজলু মৃধা, তাজ ব্রিকসের মালিক আব্দুল সামাদসহ সকল ইট ভাটার খেটে খাওয়া সাধারণ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরএস
 

Link copied!