Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

ঝালকাঠিতে বিডিএমএর সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মার্চ ৫, ২০২৫, ০২:১৯ পিএম


ঝালকাঠিতে বিডিএমএর সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে শূন্য পদে নিয়োগ, নতুন পদ সৃষ্টি ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা বিডিএমএ, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটসের নেতৃবৃন্দ।

বুধবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিডিএমএ ঝালকাঠি জেলা শাখার সভাপতি প্রবীর রঞ্জন হালদার।

এ সময় সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ বছর ধরে নিয়োগ বন্ধ থাকায় দ্রুত শূন্য পদে নিয়োগ দেওয়া এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টির দাবি জানানো হয়। পাশাপাশি, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কারিকুলাম সংশোধন, ইন্টার্নশিপে লগবুক চালু, বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান এবং প্রস্তাবিত ‘এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড’ নাম পরিবর্তন করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ করার দাবি তুলে ধরা হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, কিছু কুচক্রী মহল তাদের চলমান যৌক্তিক ৪ দফা আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। বিশেষ করে, কিছু স্বার্থান্বেষী গ্রুপ এবং গ্র্যাজুয়েট চিকিৎসকদের উসকানিতে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!