গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৫, ০২:৪০ পিএম
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৫, ০২:৪০ পিএম
খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক, বর্ষীয়ান কলম সৈনিক, গুইমারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নুরুল আলম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুইমারায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন।
সাংবাদিক নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি প্রেস ক্লাব, গুইমারা প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, গুইমারা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিকতার দীর্ঘ চার দশকে তিনি পাহাড়ের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেছেন। তিনি একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক ও পার্বত্যাঞ্চল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে তিনি দৈনিক দিনকাল, সকালের সময়, স্বদেশ প্রতিদিন, জনবাণী, অপরাধ জগৎ, আলোর জগৎ, দৈনিক জনতাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।
বুধবার সকাল ১০টায় গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গুইমারা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
গুইমারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. দুলাল আহাম্মদ বলেন, ‘নুরুল আলম ছিলেন আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, তবে তার এই অপ্রত্যাশিত মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। গুইমারা প্রেস ক্লাব গভীরভাবে শোকাহত।’
ইএইচ