Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাট ও মানবিক সহায়তা: প্রশংসিত ইউএনওর উদ্যোগ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মার্চ ৫, ২০২৫, ০৩:৩৬ পিএম


ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাট ও মানবিক সহায়তা: প্রশংসিত ইউএনওর উদ্যোগ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জনসাধারণের জন্য ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং অসহায় মানুষের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ প্রশংসনীয় ভূমিকা রাখছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া "সুলভ মূল্যের হাট" এবং দুঃস্থদের জন্য ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

রমজান মাসব্যাপী উপজেলার পরিষদ চত্বরে "সুলভ মূল্যের হাট" চালু করা হয়েছে, যেখানে বোতলজাত ও খোলা সয়াবিন তেল, চিনি, ডিম, দেশীয় মাছ, ব্রয়লার মুরগি, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে। ইউএনওর প্রচেষ্টায় শীঘ্রই গরুর গোশত ও দুধও যুক্ত হওয়ার কথা রয়েছে। জনসাধারণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কম দামে পণ্য পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

"সুলভ মূল্যের হাট" চালুর পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ইউএনওর নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ৪ মার্চ লক্ষীগঞ্জ বাজার ও পৌরসভার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, যেখানে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি, নোংরা পরিবেশে ইফতার সামগ্রী সংরক্ষণ, মূল্য তালিকা না টানানো এবং ওজনে কারচুপি করার অভিযোগে জরিমানা করা হয়েছে। ইউএনওর এই কার্যক্রমে বাজারে শৃঙ্খলা ফিরেছে এবং ব্যবসায়ীরা যথাযথ নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউএনওর উদ্যোগে উপজেলা সদরসহ ইউনিয়ন পর্যায়ে জনদুর্ভোগ কমানো এবং চলাচলের অনুপযোগী রাস্তাগুলোর উন্নয়ন প্রাধান্য দেওয়া হচ্ছে। এসব উদ্যোগে স্থানীয় জনগণ বেশ খুশি।

ইউএনওর মানবিক উদ্যোগের অংশ হিসেবে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরাসরি দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ইউএনও মো. এরশাদুল আহমেদ বলেন, “যখন দেখি, অনেকে শুধুমাত্র মুড়ি খেয়ে রোজা রাখছেন বা ইফতারের জন্য অন্যের সহায়তার অপেক্ষায় আছেন, তখন নিজেকে দায়ী মনে হয়। তাই চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর।”

ইউএনওর এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছে, তেমনি প্রশাসনের প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে। রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। স্থানীয়রা বলছেন, "ইউএনও সাহেব আমাদের জন্য যা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই চলমান প্রশাসনের পক্ষ থেকে এমন মানবিক উদ্যোগ চলমান থাকুক।"

ইএইচ

Link copied!