Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

নোয়াখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

মার্চ ৫, ২০২৫, ০৪:১৬ পিএম


নোয়াখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালীর সদরে দুই হাজার পিস ইয়াবাসহ এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী এবং পেশাদার মাদক বিক্রেতা।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাজমা আক্তার (৩৯), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহর মেয়ে এবং এরশাদ উল্যাহ (৩৮), কক্সবাজার জেলার টেকনাফ থানার হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়া গ্রামের নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি এবং নোয়াখালীতে একটি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, "এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।"

ইএইচ

Link copied!