Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

সেলিম ওসমানের পালিত ছেলে চেয়ারম্যান মাকসুদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মার্চ ৫, ২০২৫, ০৪:৩৪ পিএম


সেলিম ওসমানের পালিত ছেলে চেয়ারম্যান মাকসুদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা এমপি সেলিম ওসমানের পালিত ছেলে এবং আওয়ামী লীগের দোসর মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার যৌথ বাহিনী নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম।

জানা গেছে, মাকসুদ হোসেন ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের পলাতক সাবেক এমপি এ কে এম সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহচর ও পালিত ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেছিলেন। তার রাজনৈতিক সম্পর্কের কারণে তিনি দুইবার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

এলাকাবাসী জানায়, আওয়ামী লীগের দোসর মাকসুদ হোসেন গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাকসুদ এবং তার ছেলে শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার গ্রেপ্তারের খবর শোনার পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

ইএইচ

Link copied!