Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫,

সন্দ্বীপে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

মার্চ ৫, ২০২৫, ০৫:০৬ পিএম


সন্দ্বীপে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ও মগধরা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই কর্মসূচির উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

বুধবার সকাল ১০টায় রহমতপুর কেঞ্জাতলী এবং বেলা ১২টায় মগধরা আদর্শ মার্কেটে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব মাইফুল ইসলাম, কৃষি ব্যাংক ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, রহমতপুর ট্যাগ অফিসার অনুরোফ ঘোষ, মগধরা ট্যাগ অফিসার সাইফুল আজম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব, খাদ্য ডিলার রবিউল আলম, সফিকুর রহমান এবং অন্যান্যরা।

এ কর্মসূচির আওতায় সন্দ্বীপ উপজেলার ১৫টি ইউনিয়নের ৯০২৯ জন হতদরিদ্রের মধ্যে প্রথম দিনে মগধরায় ৫১৯ জন এবং রহমতপুরে ৩১২ জন হতদরিদ্রকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়, যার মোট মূল্য ৪৫০ টাকা।

ইএইচ

Link copied!