Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

জামালপুরে বাড়ি ভাঙচুর ও লুটপাট: থানায় অভিযোগ, আটক ১

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

মার্চ ৫, ২০২৫, ০৫:১০ পিএম


জামালপুরে বাড়ি ভাঙচুর ও লুটপাট: থানায় অভিযোগ, আটক ১

জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া মুন্সিপাড়া এলাকায় জিন্নাত রেহেনার দখলকৃত জমিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জামালপুর সদর থানায় মামলা হয়েছে।

মামলার আসামিরা হলেন ফারুক হোসেন, রাজা মিয়া, ফেরদৌস, রঞ্জু, হাবিব, খন্দকার আবু, মো. ফাহাদ, সম্পা, বিনা, ইতি, মেডিন, নিবির।

বুধবার দুপুরে বাদী হয়ে এ মামলা দায়ের করেন জিন্নাত রেহেনা।

মামলার সূত্রে জানা যায়, তাদের মাতৃসূত্রে প্রাপ্ত মুন্সিপাড়া ফুলবাড়িয়া মৌজার সাড়ে সাত শতাংশ জমি বিআরএস রেকর্ড ভুক্ত হয়ে জমা খারিজ সম্পন্ন করা হয়েছিল। পরে ওই জমিতে টিন দিয়ে সীমানা প্রাচীরসহ একটি চালা ঘর নির্মাণ করে জিন্নাত রেহেনারা বসবাস করছিলেন।

ঘটনার দিন বুধবার ভোর ৭টা এবং বেলা ১২টার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে এসে জিন্নাত রেহেনাদের টিনের প্রাচীর, চালা ঘর, ঘরের খাট ও আসবাবপত্র কুপিয়ে ভাঙচুর করে। এতেও তারা ক্ষান্ত না হয়ে রেহেনাদের ঘরে থাকা এক লক্ষ টাকা লুট করে নেয় ফারুক হোসেন নেতৃত্বাধীন দল।

এ বিষয়ে খন্দকার আবু জানান, "জিন্নাত রেহেনারা আমাদের ফুফাত বোন। ১৯৮৪ সালে বন্টন নামা করে তারা নিঃস্ব হয়ে যান। অথচ এলাকার একটি মহল ফায়দা লুটার জন্য আমাদের নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি করছে।"

ভাঙচুরকালে আহত হন জিন্নাত রেহেনা, তার বোন খালেদা আক্তার এবং আজমীরা আক্তার। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় খন্দকার আবুকে আটক করেছে জামালপুর থানা পুলিশ।

জামালপুর সদর থানার ওসি ফয়সল মো. আতিক জানিয়েছেন, "ঘটনায় মামলা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

ইএইচ

Link copied!