Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫,

কলাপাড়ায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বর্জন করেছে আইনজীবীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মার্চ ৫, ২০২৫, ০৫:২০ পিএম


কলাপাড়ায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বর্জন করেছে আইনজীবীরা

পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে আইনজীবীরা অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেছে।

বুধবার দুপুরে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী ভবনে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অন্যান্য আইনজীবী।

কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপি‍‍`র সম্পাদক অ্যাড. মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, "জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় কলাপাড়ার বিচারপ্রার্থী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

তিনি আরও বলেন, "প্রকাশ্যে ঘুষ লেনদেনের মাধ্যমে জামিন ও খালাস আদেশ দেওয়ার ফলে আদালতের ভাবমূর্তি সংকটাপন্ন হয়ে পড়েছে।"

অপর জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপি‍‍`র সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিন বলেন, "ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ ও দুর্নীতির কথা বলায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্ষুব্ধ হয়ে তিনি আমার পরিচালিত বেশ কিছু মামলায় অন্যায় আদেশ দিয়েছেন।"

এদিকে, জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাড. মো. মজিবুর রহমান চুন্নু জানান, আজকের সভায় সর্বসম্মতিতে আইনজীবীরা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের অপসারণের দাবিতে আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি আরও জানান, "এ রেজুলেশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। অপসারণ না হলে আইনজীবীরা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে।"

ইএইচ

Link copied!