Amar Sangbad
ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫,

কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

মার্চ ৫, ২০২৫, ০৬:৩৭ পিএম


কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন

রাজবাড়ী জেলার কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১ মার্চ রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম (রোমান) ও সদস্য সচিব মো. শাহীনুর রহমান (শাহীন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন করা হয়।

এরপর ৩ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে আসিফ মন্ডল, সিনিয়র সহ-সভাপতি হিসেবে সিয়াম খান, সহ-সভাপতি হিসেবে সেজান বিশ্বাস, সুমন হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মো. সাব্বির মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. সাব্বির শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজী ফারহান লাবীব, সাংগঠনিক সম্পাদক হিসেবে মান্নান শেখ, প্রচার সম্পাদক হিসেবে আহাদুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক হিসেবে রুদ্র হোসেন পড়শ, এবং সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে আবু সাঈদ মনোনীত হয়েছেন।

কমিটির পূর্ণাঙ্গ তালিকা আগামী ২১ দিনের মধ্যে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বির মন্ডল বলেন, "শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের রাজনৈতিক হাতকে শক্তিশালী করতে সকলকে নিয়ে কাজ করে যাবো।"

কমিটির সভাপতি মো. আসিফ মন্ডল বলেন, "দায়িত্ব একটি বড় পাওয়া। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমি সকলকে সঙ্গে নিয়ে আগামীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো।"

ইএইচ

Link copied!