মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৫, ০৮:২২ পিএম
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৫, ০৮:২২ পিএম
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষকদল নেতা মোশাররফ হোসেন আশিক (৫৪) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাহ ইল্লাহী রাজিউন)।
বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কয়েকদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং মধ্যনগর উপজেলার একজন সক্রিয় নেতা ছিলেন।
সদ্যপ্রয়াত কৃষকদল নেতা মোশাররফ হোসেন আশিক সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামের গাছগড়া হাটির মৃত আয়েজ আলীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন প্রয়াতের ভাতুষ্পুত্র এনামূল রেজা মামুন। আগামীকাল বৃহস্পতিবার দুগনুই গ্রামে তার জানাজা নামাজ শেষে সার্বজনীন কবরস্থানে দাফনকার্য্য সম্পাদিত হবে।
মধ্যনগর উপজেলার সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা সদ্য প্রয়াত কৃষকদল নেতা মোশাররফ হোসেন আশিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ইএইচ