Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫,

কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ৬, ২০২৫, ১১:৪৫ এএম


কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন আজ

আজ কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

কুষ্টিয়ার ক্রীড়ামোদীর জন্য একটি আধুনিক, আরামদায়ক স্টেডিয়াম এটি। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন উপদেষ্টার জন্য অপেক্ষার পালা।

সবুজ, মসৃণ ঘাসে শোভা পাচ্ছে কুষ্টিয়ার শহীদ আবার ফায়াদ স্টেডিয়াম। আন্তর্জাতিক মানের ৭০ গজ রেজিমেন্টে ক্রিকেট মাঠের পাশাপাশি থাকছে ফুটবল খেলারও সব ধরনের ব্যবস্থা।

বুধবার (৫ মার্চ) সরজমিনে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে গেলে দেখা যায়, রং তুলির আঁচড় চলছে। ভেতরে মঞ্চ নির্মাণের কাজ ও বাইরে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। নাম ফলক স্থাপন, ভিআইপি প্যাভিলিয়ন, প্রধান ফটকের সামনে মাটি সমান, রং ও ধোয়া মুছার কাজ প্রায় শেষের দিকে।

কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে এত আধুনিক মানের স্টেডিয়ামের উদ্বোধনের কথা শুনে মাঠে ছুটে এসেছেন সাবেক ফুটবলার আলমগীর কবির হেলাল ও অভি।

তারা জানান, ক্রীড়া চর্চার শুরুতে এমন স্টেডিয়াম পেলে আজ ক্রীড়াঙ্গনে আরও গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারতাম। তবে আমরা আশাবাদী কুষ্টিয়ার ক্রীড়ামোদীরা এখান থেকে নতুন উদ্যোমে জাতীয় পর্যায়ে আরও বেশি বেশি অবদান রাখতে সক্ষম হবেন। এই স্টেডিয়ামটির পরিচর্যা এবং সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, যে কোনো প্রতিষ্ঠানই, জিনিস যদি ব্যবহারের পর পরিচর্যা, পরিষ্কার, পরিচ্ছন্ন না রাখা যায় সেটা দিনে দিনে ক্ষয়ে যায়, নষ্ট হয়, সৌন্দর্য হারায়।

আমরা আশা করি, জেলা ক্রীড়া পরিষদসহ এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ এই স্টেডিয়ামটির নান্দনিক দৃষ্টি ভঙ্গি ধরে রাখতে সক্ষম হবেন।

কথা হয় জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া পরিষদের সদস্য সচিব তানভির হোসেনের সাথে তিনি জানান, জুলাই-আগস্টে বিপ্লবের পর কিছুদিন কাজ বন্ধ থেকেছে তখনও কিছু কিছু কাজ পরিষদসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়েছে। কাজের মান নিয়ে প্রশ্ন কললে তিনি বলেন, কাজের মানের সাথে আমরা কোন আপোষ করিনি। যখনই কোন ঢালাই হয়েছে তখনই আমরা উপস্থিত থেকে সেটার মান যাচাই-বাছাই করেছি।

তিনি বলেন, সৈকত এন্টারপ্রাইজ, শরিফ এন্ড সন্স ঠিকাদারী কোম্পানি নির্মাণ করেছে এই নান্দনিক স্টেডিয়ামের গ্যালারি আর খেলোয়াড়দের থাকা ও প্যাভিলিয়নের কাজ করেছেন এস, এম ফাস্ট ও রফিক এন্টারপ্রাইজ।
এ স্টেডিয়ামের নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

তিনি আরও বলেন, শেষ মুহূর্তে চলছে রং আর সাজ-সজ্জার কাজ। খুলনা বিভাগের মধ্যে এক মাঠে দুই খেলার এটিই প্রথম স্টেডিয়ামের।

শহীদ আবরার ফাহাদের মা রোকেয়া খাতুনের সঙ্গে তার বাড়িতে পুত্রের নামে স্টেডিয়ামটির নামকরণের বিষয় নিয়ে কথা বলতে গেলে, তিনি কান্না জড়িত কণ্ঠে জানালেন, ওর বয়সতো অল্প ছিল। তার পরও ওর মধ্যে যে দেশ প্রেম ছিল যার জন্য ওকে প্রাণ দিতে হয়েছে। আমি আগে জানতাম না কি নাম ছিল স্টেডিয়ামের। কেননা আমিও একজন মা। আমারও সন্তান আছে, সন্তান গেছে। তার পরও কুষ্টিয়াসহ দেশের মানুষের আবরারের প্রতি ভালোবাসা মহান রাব্বুল আলামিন আমার আবরারকে জান্নাত বাসী করুন।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া পরিষদের আহবায়ক মোঃ তৌফিকুর রহমান জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্টেডিয়ামের উদ্বোধন করবেন।

তিনি বলেন, আবরার ফাহাদের নামে এই স্টেডিয়াম নামকরণের ফলে কুষ্টিয়াসহ দেশবাসীর কাছে চীর দিন স্মরণীয় হয়ে থাকবে কুষ্টিয়ার আবরার।

বিআরইউ

Link copied!