Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫,

ময়মনসিংহে বাজার পরিদর্শনে ডিসি-এসপি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মার্চ ৬, ২০২৫, ০৫:২৯ পিএম


ময়মনসিংহে বাজার পরিদর্শনে ডিসি-এসপি

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুফিদুল আলম ও জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নেতৃত্বে বাজার পরিদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় মেছুয়া বাজার পরিদর্শন করা হয়।

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রমজানের প্রথম দিন থেকে জেলার প্রধান প্রধান বাজার এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন বাজার পরিদর্শন করা হচ্ছে। এ সময় ডিসি ও এসপি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দিয়েছেন।

তারা আরও বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন।

ইএইচ

Link copied!