Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫,

দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ২৫

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৬, ২০২৫, ০৫:৪১ পিএম


দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার পশ্চিমপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন।

বুধবার ইফতারের আগে ছালেক নূর মেম্বার ও বদরুল আলমের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়, যা প্রায় ঘণ্টাব্যাপী চলমান ছিল।

এলাকাবাসী জানায়, ছালেক নূর মেম্বার ও বদরুল আলমের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ বেশ পুরনো। বুধবার ইফতারের সময় ছালেক নূর মেম্বারের চাচাতো ভাই ওয়াকিব নূর গরু নিয়ে মাঠ থেকে প্রতিপক্ষের বাড়ির পাশ দিয়ে আসার সময় তাকে বাধা দেওয়া হয়। এর পরই কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দিরাই থানার এএসআই মালেক রেজা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

ইএইচ

Link copied!