Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫,

মোবারক হোসেন

দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

মার্চ ৬, ২০২৫, ০৭:৪৮ পিএম


দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, “দেশের জনগণ আগামীতে জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। এজন্য তারা আমাদের সহ্য করতে পারে না।” তিনি বলেন, “এরা এখন চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে ব্যস্ত।” তিনি এসব কথা বলেন যশোরের চৌগাছা উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।

বৃহস্পতিবার বিকালে চৌগাছা কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশে মোবারক হোসেন আরও বলেন, “১৯৭১ সালের স্বাধীনতার পর ১৮ কোটি মানুষের রাহবার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আমাদের তিনটি নির্দেশ দিয়েছিলেন। আমরা শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে ২ লাখ টাকা করে পৌঁছে দিয়েছি এবং ৯৭৩ জন শহীদের তালিকা প্রস্তুত করেছি। এছাড়া আহতদের প্রত্যেকের বাড়িতে গিয়েছি এবং তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি।”

তিনি বলেন, “আমরা বন্যা-দুর্ভিক্ষে পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি, এজন্য তারা আমাদের সহ্য করতে পারে না।” তিনি চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে আগামী নির্বাচনে জয়ী করার আহ্বান জানান এবং বলেন, “ডা. ফরিদ ঢাকায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে আমীরে জামায়াতের আহবানে দেশে এসেছেন।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি জামায়াতে ইসলামী থেকে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, “আমি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আপনাদের মাঝে এসেছি। নির্বাচনে জয়ী হই বা না হই, আমি আপনাদের সাথে আছি। আমি আদ দ্বীনের সাথে আছি এবং এ অঞ্চলে ব্রিটিশ মানের হাসপাতাল তৈরি করে দেশের সেবা করতে চাই।”

তিনি আরও বলেন, “আদ দ্বীনের উদ্যোগে আমরা ফ্রি এয়ার এম্বুলেন্স সেবা চালু করেছি। ভারতীয় চিকিৎসকরাও আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। আমি আপনাদের পাশে সবসময় থাকবো।”

এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।

অন্যান্য বক্তারা ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, যশোর জেলা জামায়াতের দপ্তর স¤পাদক নূর ই আলম মামুন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, ইসলামী আন্দোলন চৌগাছা উপজেলার সভাপতি মাওলানা আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, চৌগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!