বরিশাল ব্যুরো
মার্চ ৬, ২০২৫, ০৮:৩০ পিএম
বরিশাল ব্যুরো
মার্চ ৬, ২০২৫, ০৮:৩০ পিএম
বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে, বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা বাড়ছেই। তাই বাংলাদেশ গড়তে হলে যার যার সামর্থ অনুযায়ী সবাইকে ট্যাক্স দিতে হবে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান।
তিনি আজ বরিশালে প্রাক-বাজেট নিয়ে এক আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল ক্লাব কনফারেন্স কক্ষে এই সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল চেম্বার অব কমার্স। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। ব্যবসায়ীরা ট্যাক্স ও ভ্যাট প্রদানে হয়রানী বন্ধসহ নানা দাবী তুলে ধরেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, অনলাইনে রিটার্ন জমা দেয়াকে আরও সহজ করা হচ্ছে। আয়কর বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি দুর্নীতির আশ্রয় নেয় অথবা কেউ হয়রানী করে, তাহলে অনলাইনে অভিযোগ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, "সবাইকে একক প্রক্রিয়ায় ভ্যাট প্রদান সিস্টেমকে পুনর্গঠন করতে চায় এনবিআর।"
বর্হিবিশ্বের চেয়ে বাংলাদেশের ভ্যাট ট্যাক্স আদায় কম জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই।
ইএইচ