বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৫, ০৩:১২ পিএম
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৫, ০৩:১২ পিএম
প্রথম আলোর অনলাইন ভার্সনের মতামত কলামে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবালের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করার প্রতিবাদে বাজিতপুর উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বিকালে বাজিতপুর উপজেলার রেজু মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সিনেমা হল মোড়ে গিয়ে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবালের বিরুদ্ধে প্রথম আলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তমূলক সংবাদ প্রচার করেছে।
বক্তারা আশা করেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এই সংবাদের সংশোধনী দিবেন। সংশোধনী না দিলে বাজিতপুরে প্রথম আলো বন্ধ করে দেওয়া হবে।
এছাড়া আগামী তিনদিন প্রথম আলো বাজিতপুরে প্রবেশ করতে পারবে না এবং কোন হকার প্রথম আলো আনতে পারবে না।
এ সময় বক্তব্য দেন- বাজিতপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মকতুবা আলী জাহাঙ্গীর, ছাত্রদলের আহ্বায়ক শাহারিয়ার রহমান শামীম, সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি প্রমুখ।
ইএইচ