Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫,

গুইমারায় স্কুল ছাত্রের আত্মহত্যা

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৫, ০৩:২১ পিএম


গুইমারায় স্কুল ছাত্রের আত্মহত্যা

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাতিমুড়ায় ওয়ালিদ (১১) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে নিজ ঘরে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

নিহত ওয়ালিদ মানিকছড়ি রাণী নিহার দেবী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম মোমিন, যিনি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ওয়ালিদ বেশ কিছুদিন ধরে তার বাবার কাছে সাইকেল কেনার বায়না করছিল। তবে তার বাবা তাকে সাইকেল কিনে না দেওয়ায় সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। শুক্রবার সকাল ১০টার দিকে সে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের মরদেহ বর্তমানে মানিকছড়ি হাসপাতালে রাখা হয়েছে।

ইএইচ

Link copied!