Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫,

মসজিদের চাল আত্মসাতের অভিযোগ: প্রতিবাদ করায় হামলা, ৫ জন আহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৫, ০৪:৩২ পিএম


মসজিদের চাল আত্মসাতের অভিযোগ: প্রতিবাদ করায় হামলা, ৫ জন আহত

পাবনার চাটমোহরে একটি মসজিদের দুই মেট্রিকটন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিবাদ করায় হামলায় নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী মিনাজ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, কদমতলী মিনাজ মোড় গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী সালমা খাতুন (৩৫), তার ১১ বছর বয়সী শিশু সন্তান সোহেল এবং আলাউদ্দিন আলীর স্ত্রী আলপনা খাতুন (৩২)।

অভিযুক্ত বিএনপি নেতা ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সালমা খাতুন জানান, মিনাজ মোড় জামে মসজিদের জন্য সরকারিভাবে ২ টন চাল বরাদ্দ দেওয়া হয়। সেই চাল বিক্রি করে সাইফুল ইসলাম এবং তার সহযোগীরা টাকা আত্মসাৎ করেছেন। তার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন (৬০) জানান, গত ৫ মার্চ উপজেলা থেকে দু‍‍`জন অফিসার এসে জানতে চান মিনাজ মোড় মসজিদের চাল বরাদ্দ পাওয়া গেছে কি না। পরে জানা যায়, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, এবং মসজিদ কমিটির ক্যাশিয়ার আব্দুল মতিন মিলে চাউল বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন।

গত ৬ মার্চ, মসজিদ কমিটির মুসুল্লিরা ইউএনও অফিসে গিয়ে এ বিষয়ে অভিযোগ জানান। সেখানে মসজিদ কমিটির ক্যাশিয়ার মতিন স্বীকার করেন যে চাল বিক্রি করে ৭০ হাজার টাকা তিনি মসজিদের তহবিলে জমা দেবেন।

এদিকে, অভিযোগের পর ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকালে বিএনপি নেতা সাইফুল ইসলাম, তার সহযোগী মনিরুল, মসজিদের ক্যাশিয়ার মতিনসহ আরও কয়েকজন ১৫-২০ জনের একটি দল হামলা চালায়।

অভিযুক্ত সাইফুল ইসলাম দাবি করেছেন, "মসজিদে টাকা আত্মসাতের বিষয়ে আমি কিছু জানি না। ক্যাশিয়ার নিজেই চাউল বিক্রি করে টাকা রেখেছে। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।"

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, "মসজিদে চাউল আত্মসাৎ নিয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তবে আজকের মারধরের ঘটনা দুঃখজনক। এটি একটি ফৌজদারি অপরাধ হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইএইচ

Link copied!