Amar Sangbad
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫,

মানিকগঞ্জে মামাকে কুপিয়েছে এনএসআই সদস্য, বিচারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

মার্চ ৭, ২০২৫, ০৪:৫৩ পিএম


মানিকগঞ্জে মামাকে কুপিয়েছে এনএসআই সদস্য, বিচারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ সদর উপজেলায় জমি বিরোধের জের ধরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য রবিউল (৩৫) তার চাচাতো মামাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছেন।

এ ঘটনায় চারজন আহত হন, তাদের মধ্যে রেজাউল বেপারী (৩৯) ও মতিন (৪৩) গুরুতর আহত হয়ে ঢাকা পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে ভুক্তভোগীর পরিবার এবং এলাকাবাসী হামলাকারী এনএসআই সদস্য রবিউলসহ অন্যান্য আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজন করে।

মামলার প্রধান আসামি রবিউল ময়মনসিংহে এনএসআই কার্যালয়ে কর্মরত রয়েছেন।

এ ঘটনা ৪ মার্চ সন্ধ্যায় উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামে ঘটে।

ঘটনার পর দিন, হামলার শিকার শিশুর বোন শিল্পী আক্তার বাদি হয়ে এনএসআই সদস্য রবিউলসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর, পুলিশ মজিবর বেপারীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে রবিউল, রাইসুল, মোস্তাফা, মজিবর বেপারী এবং সালাম বেপারীসহ ভুক্তভোগী পরিবারকে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে। এতে চারজন আহত হন, যাদের মধ্যে রেজাউল বেপারী এবং মতিন বেপারী ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগীর বোন শিল্পী আক্তার জানান, জমি নিয়ে বিরোধ থাকলেও কখনো এমন সহিংস ঘটনা ঘটেনি। “দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করে তারা। আমাদের দাবি, সঠিক বিচার হোক।”

এ বিষয়ে মামলার প্রধান আসামি রবিউল বলেন, “এটি পারিবারিক বিষয়। দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ছিল, তবে আমি এ ঘটনার জন্য লজ্জিত।”

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, “এ ঘটনায় ভুক্তভোগীর বোন অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর, মজিবর বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

ইএইচ

Link copied!