তালতলী (বরগুনা) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৫, ০৪:৫৮ পিএম
তালতলী (বরগুনা) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৫, ০৪:৫৮ পিএম
বরগুনার তালতলীতে কৃষি জমির অবৈধ মাটি কাটার অপরাধে হোসেন ব্রিক ফিল্ডের ম্যানেজার মো. সোহেলকে (৪২) দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ঝাড়াখালি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী এলাকায় অবস্থিত হোসেন ব্রিক ফিল্ডের ম্যানেজার মো. সোহেল অবৈধভাবে কৃষি জমির মাটি কাটছিলেন। বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়। মাটি কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা জানান, "জমির উপরের মাটি কাটার অপরাধে হোসেন ব্রিক ফিল্ডের ম্যানেজারকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাকে সতর্কও করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।"
ইএইচ