Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

ইফতার আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক পরামর্শ সভা

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

মার্চ ৭, ২০২৫, ০৫:৩০ পিএম


ইফতার আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক পরামর্শ সভা

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ৯টি ওয়ার্ডের বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে হাজীপুর বাজারে এ সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ ছানা।

মেষ্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান শফি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মোকছেদুর রহমান হারুন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের মতো মেষ্টা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে, ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!