এইচ.এম. এরশাদ, বোরহানউদ্দিন (ভোলা)
মার্চ ৭, ২০২৫, ০৬:৪২ পিএম
এইচ.এম. এরশাদ, বোরহানউদ্দিন (ভোলা)
মার্চ ৭, ২০২৫, ০৬:৪২ পিএম
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর শরিফাবাজ নামক এলাকায় এক মহিষ খামারি রেজাউলের মহিষকে পিটিয়ে হত্যা, ১৫টি মহিষ লুট এবং তার উচুকিল্লা বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগী মহিষ খামারি রেজাউল। তিনি একই ইউনিয়নের সবুজ বদ্দার, বজলুসহ অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার সকালে প্রথম ঘটনাটি ঘটে। এরপর রাতে দ্বিতীয় ঘটনা ঘটে।
রেজাউল জানান, চর শরিফাবাজ এলাকায় তিনি এবং অন্য খামারিরা প্রায় ৩শত মহিষ নিয়ে খামার গড়েছেন। বৃহস্পতিবার সকালে দুটি মহিষ তরমুজ চাষিদের জমিতে প্রবেশ করলে তরমুজ খাওয়ার অভিযোগে মা মহিষসহ দুটি মহিষকে পিটিয়ে গুরুতর আঘাত করা হয়, যার ফলে মা মহিষের গর্ভের বাচ্চা মারা যায়। এতে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং দুইজন আহত হন।
এ ঘটনার পর রাতের দিকে মহিষ খামারিদের উপর হামলা ও নির্যাতন চালানো হয়। ১৫টি মহিষ লুটপাটসহ খামারিদের উচুকিল্লা বাসায় আগুন দিয়ে ধ্বংস করা হয়।
এছাড়া, নয়নের খালের ঘাটে থাকা মহিষ খামারিদের জাল ও নৌকা লুট করা হয়। এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গঙ্গাপুর ইউনিয়নের সাকিরভিটা বাজার এলাকায়। ভুক্তভোগী মহিষ খামারিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, অভিযুক্ত সবুজ বদ্দার ও বজলু সম্পর্কে জানতে চাইলে তাদের পাওয়া যায়নি, তবে তরমুজ চাষিরা দাবি করেন, মহিষ খামারিরা তাদের উপর হামলা করেছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. ছিদ্দিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ