Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

৩২ বছর পর নাসিরনগরে জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৫, ০৬:৪৯ পিএম


৩২ বছর পর নাসিরনগরে জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৩২ বছর পর জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন এসেছে। নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম।

শুক্রবার বেলা ১১ টায় নাসিরনগর কৃষি ব্যাংক রোডে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা কার্যালয়ে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত আমীর অধ্যাপক আমিনুল ইসলাম শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোবারক হোসাইন আখন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কমিটির পরিচালক মাওলানা আমিনুল ইসলাম, জেলা শুরার সদস্য অধ্যাপক জুনাইদ হাসান, এবং নাসিরনগর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

এর আগে নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামী রোকন সম্মেলনে রোকন সদস্যদের ভোটের মাধ্যমে অধ্যাপক আমিনুল ইসলাম আমীর পদে নির্বাচিত হন।

নবনির্বাচিত আমীর অধ্যাপক আমিনুল ইসলাম পেশায় একজন শিক্ষক। জামায়াতে ইসলামী পক্ষ থেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, তিনি আগামী ২০২৫-২৬ সালের জন্য আমীর পদে নির্বাচিত হয়েছেন।

ইএইচ

Link copied!