Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে হাট বাজারগুলোতে বাজার মনিটরিং

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মার্চ ৭, ২০২৫, ০৮:২০ পিএম


পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে হাট বাজারগুলোতে বাজার মনিটরিং

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামেহাট- বাজারগুলোতে কমিটির নিয়মিত বাজার মনিটরিং  অব্যাহত রয়েছে ।

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেন নিয়ন্ত্রণের বাহিরে না যায়। সেই উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসন  ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সদস্যদের নিয়ে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রেখেছে ।

তারই প্রেক্ষিতে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজার মনিটরিং এ ব্যাবসায়ীদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

এসময় বাজার মনিটরিং এ উপস্হিত ছিলেন, কুড়িগ্রাম জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েখুল হাসান খান, বাজার মনিটরিং কমিটির সদস্য আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, যুগ্ম সদস্য সচিব তারেক খান মজলিশ তারা, সদস্য শামীম প্রমুখ।

আরএস

Link copied!