Amar Sangbad
ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫,

ঝালকাঠি জামায়াতের এমপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি প্রতিনিধি:

মার্চ ৮, ২০২৫, ০১:৪০ পিএম


ঝালকাঠি জামায়াতের এমপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ঝালকাঠি-০২(সদর-নলছিটি) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী শেখ নেয়ামুল করীম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব হলরুমে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, সহকারী সেক্রেটারি মাওলানা কাওছার হোসেন, বিনয়কাঠি ইউনিয়ন আমীর শহিদুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শেখ নেয়ামুল করীম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রপ্রতিনিধিত্বকালে ক্যাম্পাসকে ধূমপান, ইভিটিজিং ও মাদকমুক্ত ঘোষণা করছিলাম। তখনই রাজনৈতিক প্লাটফর্মের বাইরে আমরা সহাবস্থানে ছিলাম। শিক্ষা, সংস্কৃতি ও চিকিৎসার উন্নয়নে ব্যাপক কাজ করার সুযোগ আছে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বিআরইউ

Link copied!