বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫, ০১:৫৮ পিএম
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫, ০১:৫৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী সংসদ নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক এস এস জেড শুকরী সেলিম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ আকাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক মো. কামাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাঞ্ছারামপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী, বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ, যুবদল নেতা মাসুম আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিটন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন এবং তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ ১৬ বছর পর দড়িকান্দিতে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারায় তারা আনন্দ প্রকাশ করেন।
ইএইচ