Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

বরিশালে নারী দিবসে র‍্যালি ও আলোচনা

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

মার্চ ৮, ২০২৫, ০২:৩৩ পিএম


বরিশালে নারী দিবসে র‍্যালি ও আলোচনা

অধিকার সমতা ক্ষমতায়ন, নারী এবং কন্যার উন্নয়ন; এই শ্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী করেছে বরিশাল সরকারী নার্সিং কলেজ। দিবসটি উপলক্ষ্যে শনিবার বেলা ১১ টায়  কলেজ চত্বরে র‌্যালিটি বের হয়।

এখানে নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেনে আরা আক্তার বলেন, নারীরা আজও নির্যাতিত হচ্ছে। পদে পদে বঞ্চিত হচ্ছে। আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এক্ষেত্রে সমতা চাচ্ছি আমরা। কোনো বঞ্চনা চাচ্ছি না।

অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে  দুপুরে  নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ মো. মঞ্জুর মোর্শেদ আলম, উপ–পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার, আলাউল হাসান, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল নাহার মুন্নিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!