Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মার্চ ৮, ২০২৫, ০৩:২১ পিএম


ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

"অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা, ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় নারীর অধিকার, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং কর্মসংস্থানে নারীর অন্তর্ভুক্তির বিষয়গুলো তুলে ধরা হয়। কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার, নামাজ ও প্রার্থনার স্থান নিশ্চিতকরণসহ নারীর গৃহস্থালি শ্রমের যথাযথ স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক জেন্ডার বৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ৪০ ধাপ নিচে নেমে যাওয়া এবং এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী বর্তমান গতিতে লিঙ্গ সমতা অর্জনে তিন শতাব্দী লেগে যেতে পারে—এমন তথ্য আলোচনায় উঠে আসে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য প্রযুক্তি, শিক্ষাব্যবস্থা ও উদ্যোক্তা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালিত জীবিকায়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

নারী-পুরুষ সমতা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইএইচ

Link copied!