ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫, ০৩:৩৩ পিএম
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫, ০৩:৩৩ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় "অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ভেড়ামারা উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা ও ভেড়ামারা পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
তিনি বলেন, "নারী শক্তি ছাড়া বিশ্ব অকল্পনীয়। তাঁরা পরিবারের ভিত্তি, সমাজের অগ্রগামী শক্তি। নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
তিনি বলেন, "নারী শুধু ঘরের শোভাই নয়, দেশের ও পৃথিবীর শোভা। তাঁদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। ১৯০৮ সালে নিউইয়র্কের শ্রমজীবী নারীরা মজুরি বৈষম্য ও অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় আজ বিশ্বজুড়ে নারী দিবস উদযাপিত হচ্ছে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, পৌরসভার প্রকৌশলী গোলাম সরওয়ার, উপসহকারী প্রকৌশলী সোহানুর রহমান শিশির, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আসমান আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা।
এছাড়া, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
ইএইচ