ফরিদপুর প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫, ০৫:০২ পিএম
ফরিদপুর প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫, ০৫:০২ পিএম
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে সাড়ে চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণকালে স্থানীয় জনতা এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত ওই কিশোর একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি হোটেলের কর্মচারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,চার বছরের শিশুটিকে রাত সাড়ে আটটার দিকে হোটেলের কর্মচারী ও ১৪ বছরের এক কিশোর সাইকেলে ঘুরে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। পরে বাড়ির অদূরে একটি মেহগনি বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে ওই কিশোরকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধরে ফেলে।
সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইএইচ