Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

ফেনীতে ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ৮, ২০২৫, ০৭:১৫ পিএম


ফেনীতে ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

ফেনী সরকারি কলেজের ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।

শুক্রবার শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. শাহাদাত হোসেন পাটোয়ারী।

অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান ও সহকারী অধ্যাপক আবু আবদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শাহাদাত হোসেন পাটোয়ারী বলেন, ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন নবীন ও প্রবীণদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জেসমিন আক্তারসহ বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম কিরণ।

দোয়া ও ইফতারের পর সংগঠনের প্রথম পারিবারিক মিলনমেলা কিভাবে সফলভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এটিএম হাবীবুর রহমান, কোষাধ্যক্ষ কাজী আবুল কাশেম আফরোজ, সহ-কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন ফরহাদ, দপ্তর সম্পাদক লোকমান হোসেন জোবায়ের, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী লিহন, প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম পলাশ, সহ-অফিস সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পলাশ।

এছাড়া বিভিন্ন ব্যাচের কো-অর্ডিনেটররা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। এদের মধ্যে ছিলেন মোহাম্মদ সায়েম, মামুনুর রশিদ, মান্নাফ সৌরভ, রাসেল মজুমদার, তারেকুল ইসলাম, হোসাইন মাহমুদ সুজন, রাকিবুর রহমান রাকিব, মুশফিকুর রহমান অর্ণব ও তানভীর হোসেন অনিক।

ইএইচ

Link copied!