Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

মার্চ ৮, ২০২৫, ০৭:২৮ পিএম


প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

রাজবাড়ীর কালুখালীতে কালিকাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকিরের বিরুদ্ধে এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার রায়নগর স্লুইসগেট বাজারে কালিকাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকিরের নেতৃত্বে হালিম ফকিরের ছেলে নাঈমুল ফকির, হাকিম ফকিরের ছেলে রেজাউল ফকির এবং আজিজুলের ছেলে শুকুর আলী একযোগে তাকে আক্রমণ করে।

হামলার সময় আনোয়ার হোসেনের কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

একই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে রাজ্জাক ফকির কোনো পরামর্শ ছাড়াই এককভাবে বিভিন্ন প্রকল্পের বিল উত্তোলন ও কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার এই একচ্ছত্র সিদ্ধান্তের বিরোধিতা করায় ইউপি সদস্য আনোয়ার হোসেনের ওপর হামলা করা হয়েছে বলে তারা দাবি করেন। এছাড়া তারা নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন এবং সঠিক বিচারের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত রাজ্জাক ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রায়নগর স্লুইসগেট বাজারে বিএনপিকে নিয়ে কটূক্তি করায় আনোয়ার হোসেনের সঙ্গে শুকুর আলীর কথা কাটাকাটি হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আনোয়ার হোসেন তার ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয়রা আনোয়ার হোসেনকে আঘাত করলে তিনি পড়ে গিয়ে আহত হন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কালুখালী থানার এএসআই প্রশান্ত কুমার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!