অভয়নগর (যশোর) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫, ০৭:৩৪ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫, ০৭:৩৪ পিএম
ঈদ সামনে এলেই সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন চোর চক্র, বিশেষ করে নারী চোর চক্র। যশোরের অভয়নগর থানা পুলিশ এমনই একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে।
শনিবার দুপুরে নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এক গৃহিণীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাংলা (দক্ষিণ একসরা) গ্রামের আজগর শানার স্ত্রী আসমা বেগম (৫০), মো. আব্দুর রউফের স্ত্রী টুনি বেগম (৪০) এবং মো. হাসানের স্ত্রী কনিকা বেগম।
ভুক্তভোগী রওশনারা বেগম জানান, তার স্বামী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ‘যশোর ফিড’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদের বাজার করতে তিনি শনিবার দুপুরে মেয়ে লামিয়া (১০), ছেলে আব্দুল্লাহ (৪) ও ভাইয়ের স্ত্রী রুবাইয়া আক্তারকে সঙ্গে নিয়ে নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ডে যান। মহাসড়কের পাশে নূর জাহান মেডিসিন কর্নারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিন নারী কৌশলে তার কাঁধে ঝোলানো ভ্যানিটি ব্যাগ থেকে ৬,৫০০ টাকা চুরি করে। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে পথচারী ও ব্যবসায়ীরা তাদের ধরে ফেলেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের কাছ থেকে ৬,০০০ টাকা উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়।
তবে আটককৃত নারীরা টাকা চুরির অভিযোগ অস্বীকার করে জানান, তারা নওয়াপাড়ায় ঘুরতে এসেছিলেন এবং ভুল বোঝাবুঝির কারণে ফেঁসে গেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা ও ডুমুরিয়া থানায় চুরির পৃথক মামলা রয়েছে বলে জানা গেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “স্থানীয়দের সহযোগিতায় নারী চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। ভুক্তভোগী রওশনারা বেগম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পূর্বেও তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।”
ইএইচ